সাময়িকী : শুক্র ও শনিবার
-দীপক মান্না
আমার কাছে স্বাধীনতা চেয়েছে একটা কল্কে ফুল
যাকে আমি প্রতিদিন জানলার ফাঁক দিয়ে দেখি
চোখের দিকে চেয়ে চোখ জুড়োই,
কন্ঠ শুনে উজান স্রোতে তরী ভাসাই
যার কথা ভাবলে, আমার শিরা উপশিরায়
থমকে থাকা শিহরণ সচল হয়
পাশে বসলে হর্ষ বসন্ত ফিরে আসে।
সে আজ ছুটি চেয়েছে…
তার স্বপ্নে আমার ছবিটা নাকি ক্রমশ হলুদ
তার জীবন স্রোত অন্য পৃথিবীর মাটি ছুঁয়েছে…
আমি কি করি তবে?
আর্দ্র সময়ে ক্রমশ ভিজতে থাকবো
নাকি বসন্তের জ্বলীয় বাষ্প মাখতে মাখতে
আকাশে হারাবো?
Add Comment