সাময়িকী : শুক্র ও শনিবার
-শাহনাজ পারভীন
কিছু কিছু পথ আছে দীর্ঘ,
কিন্তু কেটে যায় পলকে চোখের!
উঠোনের গল্প মাখা, সবুজ ধানের ক্ষেত,
বাঁশঝাড়, কোকিলের কুহু ডাক,
ফিঙে, ফড়িং নাচে
দোয়েলের শিস দেয়া, চড়ুই এক ঝাঁক!
পথে পথে ভাঁটফুল, ঝিঙে লতা,
সুরে সুরে পাখিদের গান
ঝাঁক বেঁধে মেতে ওঠে সকাল সকাল!
দুধারে পথের পাশে শিমুলের লাল, জিয়োলের ডাল
প্রজাপতি ফুলে ফুলে উড়ে উড়ে ঘুরে ঘুরে
সরিষা ফুলের মতো বিছানা চাদর পাতা
কুলকুল ধ্বনি তুলে ইরি ক্ষেতে পানি
ডানকানা মাছ তাতে করে কানাকানি!
জোকের পিঠের মতো রাস্তা নরম
চঞ্চল শিশুর মতো চপলমতির ঘোড়া
যখন তখন তার ঘুরে যায় বাঁক
অবাক চোখের তারা জ্বলে পুড়ে খাঁক!
আহা! এত সুন্দর!
অশোক ফুলের মতোই থরে থরে লাল
স্নিগ্ধ নিকোনো পথ নেই জঞ্জাল।
প্রতিদিন অবারিত এই পথখানি–
প্রিয় প্রেমিক এক! ভালোবেসে জানি।
Add Comment