সাময়িকী : শুক্র ও শনিবার
-শফিকুল বারী শিপন শাহরিয়ার
কি নেই আমার? গড় পড়তা হাইট,
মাঝারী শেপের গড়ন, চুল কাচাঁ পাকা
ফিফটি ফিফটি, Crocodile ব্রান্ডের হাওয়াই গেঞ্জি আর আকাশি জিন্সে
আমাকে দেখতে ‘৯০ এর হিন্দি হিরো
“গোবিন্দ” এর মতো কিছুটা লাগে- সে
স্বীকৃতি ও পেয়েছি বলো? হোক না সে- তোমার সতীনতুল্য সাবেক বান্ধবী আমার!! সেও তো হাসতো!!
তার চুলের বাহারী খোপায় গোঁজা গোলাপে আমিও তো শিহরিত হয়েছি
কতবার!! কালের পরিক্রমায় হোক না, সে সব আজ অশুদ্ধ!! কি যায় আসে তাতে? তুমি বলতো, কি নেই আমার? মালিকানা কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ, লোয়ার মিডল
ক্লাস পোস্টে সেলারী যাইহোক, মাস শেষে ; আনছি না তো মন্দ!! সবই তো সপেঁ দেই তোমার হাতে?? চলাচলের ভাড়া কটা পয়সা বাদে!!
বাবা-মা’র ভরন পোষনের সেই অসহ্য
যন্ত্রনা তো কবেই গিয়েছে মিটে!!
কোন এক দারুন বসন্তে খোদা তা’আলার কৃপায়; পরপর দু বলে দু উইকেট পড়ার মতো!!! আমার গর্ভধারিনী মহিয়শী মাতা আর জন্ম, অন্ন,বস্ত্র আরো কত কি’র দাতা
আমার প্রিয় বাবা- কতটা কষ্ট আর বোবা কান্না বুকেতে চেপে গত হয়েছে
সে বছর মহামারির নীল ছোবলে; আমি ভাবতে গেলে,পাজঁরের হাড় গুলো অস্ফুট ব্যাথায় কাতর হয়ে উঠে। তুমি জানলেও না কোনদিন!!
তারপর থেকে সব তোমার মর্জি মতো
সুবেহ-শ্যাম, পূর্ব-পশ্চিম সব তোমার নিয়ন্ত্রণে। আমি বারবার এভাবে নিজেকে হারিয়ে তোমাকে জিতিয়ে তুষ্ট রাখার এক নিদারুন বেহায়া খেলায় মেতেছি যেন!! অন্তরে কাটাঁ
হয়ে বিধেঁ আছে এমন স্বজন বিসর্জন
দিয়ে কতটা অবলীলায় তোমাকে নিয়েছি বরন করে!! হিসেব রাখছো তো তুমি??? কি নেই আমার বলতো?
ভাল বাসা, ভালোবাসা, বিশ্বাস, সক্ষমতা, সামাজিকতা, স্বচ্ছলতা??
সবই তো নিংড়ে দিলাম নিরংকুশ তোমায়! তারপরেও এদিক ওদিক করো, উত্তর দক্ষিণে দৃষ্টি তোমার!!
অবিশ্বাসের তীক্ষ্ণ ছুড়ি বসাও আমার
শুভ্র বিশ্বাসের নিষ্পাপ কাফনে!!
কিভাবে পারো গো তুমি এহেন পৈশাচিক উন্মাদনায় নিজের সাঁজানো মন্দিরে- বি-জাতীয় অসি’র
বিষদাঁত বিধিঁয়ে- রক্তাক্ত করে দিতে!
আমি তো পারিনী, পারবও না হয়ত
কোনদিন!!!
Add Comment