সাময়িকী: শুক্র ও শনিবার
-শিরিন ফেরদাউস
স্বপ্নহীন বিষন্নতার বুকে নকশীকাঁথা বুনে দিয়েছি
তোমায়,আজন্মকাল আমার শীত হয়ে থাকতে।
নবান্নের উৎসবে যদি ফিরে আসো কোনোদিন;
নতুন প্রেমের গন্ধ খুঁজবো তোমার চোখের প্রান্তরে।
সাদা শাপলার মতো দিগন্তবিস্তৃত স্নিগ্ধময়ী পরশ নেব;
তোমার মেঘজালে জড়িয়ে থাকা পাহাড় ছুঁয়ে।
ভুলে যাব কুয়াশায় ভিজে থাকা লাউডগার ফুলটিকে,
তারচেয়ে তোমার নয়ন নদীর বক্ষে খুঁজবো টলমলে বর্ষা!
তুমি মাধবীলতার ফাঁকে ফুটে থেকো মোহনীয় ইন্দ্রজালে,
আমি স্বপ্নখরা যুবতীর চোখে বুনে দেব;
সদ্য ভুমিষ্ট হওয়া প্রেম!
যে প্রেম আজও লিখে দিতে পারে নতুন কোনো মহাকাব্য!
Add Comment