হ্যালো প্রবাস

কুয়েতে জাতীয় শোক দিবস পালন

হ্যালোডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের মাল্টি পারপাস হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে ও দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কুয়েতে বিমান কান্ট্রি ম্যানেজার মো. হাফিজুল ইসলাম ও কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণি পেশার বিপুল সংখ্যক প্রবাসীরা।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনানো হয়। বিশেষ এদিনে বাংলাদেশ দূতাবাস চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরুর পর বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়। পুষ্পার্ঘ্য দেওয়া হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। জাতীয় শোক দিবসের নিয়ে আলোচনাসহ সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সূত্র: বিডি-প্রতিদিন

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930