সাময়িকী : শুক্র ও শনিবার
২২ আক্টোবর ২০২১
-শাহীন কামাল
চেতনা তোর চেতন ফিরবে আর কতকাল গেলে
তোকে নিয়ে যার মনে যা ইচ্ছেমতো খেলে।
খেলছে সবাই সকাল দুপুর, খেলছে কেউবা রাতে
ধ্বংস খেলায় মত্ত কেউ কেউ, চোখ পড়েনা তাতে।
চোখে পরা টিনের চশমা, বদ্ধ মনের দ্বার
বিবেক সকল বন্দী তাতে কী আসে যায় কার?
ধ্বংস খেলায় কেউবা দিচ্ছে গরম তেলের আঁচ
কেউবা শুধু ভেবেই মরে, বাঁচ, নিজেই বাঁচ!
গুটিবাজরা খেলছে নিয়ে যেন দাবাড় গুটি
খুব যতনে পোঁতা আছে লোভ লালসার খুটি।
ইচ্ছে হলে শীতনিদ্রায় আবার উঠে জেগে
সুযোগ বুঝে, সুযোগ খোঁজে থাকে পিছু লেগে।
বোধকে রোধে ক্রোধানলে পুড়ছে মানব কুল
কেউ খুঁজেনা, কেউ বোঝেনা কোথায় কাহার ভুল।
চেতন কেতন উড়িয়ে কিংবা অনুভুতির ঢালে
কুমির কী তবে আনছি ডেকে নিত্য নতুন খালে?
টম এন্ড জেরির এই খেলাতে কে লাভবান বেশি
গুটিবাজরা পুরোই দেশী নাকি ওরা ভিনদেশী?
Add Comment