সাময়িকী : শুক্র ও শনিবার
২৮ অক্টোবর ২০২২
― আহমাদ স্বাধীন
কোথায় ডাকছো আমাকে বন্ধু, কী আর দেখাবে তুমি?
আমারই তো আছে অবারিত মাঠ সবুজে ছড়ানো ভূমি।
আমারই তো আছে নীলচে আকাশ, আকাশ ভর্তি রোদ,
রোদের চাদরে নিজেকে জড়াতে কত সুখ-কী আমোদ,
আরো আছে মুখ-চোরা মেঘদল এলোমেলো ছুটে চলে
বিকেলের শেষে লালচে আকাশ সাঁঝের গল্প বলে।
শিশিরের সিঁড়ি বেয়ে ভোর নামে, আমার উঠোনে রোজ
ভোরের আলোতে রাতের তারা ও রঙেরা হয় নিখোঁজ।
আলো-ছায়া নিয়ে খেলা করে গাছ আর বাতাসের ঢেউ
এমন মায়া ও ভালোবাসা ভরা সময় দেবে না কেউ।
কোথায় আমাকে টানছো বন্ধু, আমারই তো আছে নদী
মনের সকল কষ্ট ভোলাতে নদীটাই ঔষধি,
নদীর কাছে গেলেই ভীষণ বুক হয়ে যায় বড়
সমস্ত সুখ, মমতা, আদর সবটা সেখানে জড়ো।
কোথায় ডাকছো আমাকে বন্ধু, যেইখানে থাকি আমি
সেই মাটি এই পৃথিবীর মাঝে সব থেকে বেশি দামী।
Add Comment