সাময়িকী: শুক্র ও শনিবার
-নূরুন্ নাহার স্বপ্না
কোথায় গেল সেই যান্ত্রিক জীবন ?
অবিরাম ছুটে চলা?
আজ নেই কারো ছুটে চলার দ্বায়টুকুও।
হারানো শৈশবের মত সেটুকু আজ নিরুদ্দেশ।
অদৃশ্য ভয়াল থাবায়,
পরস্পরের লেনাদেনার বুঝি হলো অবসান।
বয়েচলা নদীর মত জীবন আর বইছে না,
সকল স্বপ্নের অবসান ঘটিয়ে —–
কেবলই থমকে আছে দৃশ্যমান পাহাড়ের ন্যায়।
মানুষগুলো আজ গৃহবন্দী বেঁচে থাকার তাগিদে।
তবু পশুপাখি চলছে দেখ কতটা নির্বিঘ্নে।
মানুষকে বুঝিয়ে দিল করোনা,
মৃত্যুই সকলের শেষ ঠিকানা।
Add Comment