সাময়িকী: শুক্র ও শনিবার
-মাহমুদ নোমান
সিঁথিতে সূর্যে ভোর পাখা মেলে
ফরফর করে ওঠে কানের ভেতর
অসমাপ্ত স্নানের জল—
মশার জ্বালাতনের একটি দীর্ঘতর রাত
দীঘির পাড়ে এসে নাক ঘঁষছে,
সবার ভেতরে অচেনা সব পাখি
হেমন্তের বৃষ্টিতে ভিজে—
চুপিচাপি হেঁটে যাচ্ছে
সে কয়েকদিন থেকে
বুকের আশপাশে খোঁচা,
চোখের কোণে বেদানার লাল…!
Add Comment