সাময়িকী : শুক্র ও শনিবার
-আমিনুল ইসলাম সেলিম
চলে যেতে পারি, তবু থেমে যাই হাঁটতে হাঁটতে
সত্য-মিথ্যা জীবনের ছড়া কাটতে কাটতে
বেদনার স্মৃতি সুখময় করে চাটতে চাটতে
শিমুলের ডালে তুলোর মতোন ফাটতে ফাটতে
চলে যেতে পারি, তবু ফিরে আসি ঘুরতে ঘুরতে
পথে-আনপথে অকারণ রঙ ছুঁড়তে ছুঁড়তে
ব্যর্থতা আর ব্যথার আগুনে পুড়তে পুড়তে
ভেতরে ভেতরে গোপন কবর খুঁড়তে খুঁড়তে
চলে যেতে পারি, তবু থেকে যাই টলতে টলতে
চোরের মতোন নিজেরই দু’কান মলতে মলতে
শত্রুসীমানা-পিলারে অযথা জ্বলতে জ্বলতে
নির্বাক ঘরে মোমের মতোন গলতে গলতে
চলে যেতে পারি, তবু এসে যাই হাসতে হাসতে
দরিয়ার জলে খড়কুটো হয়ে ভাসতে ভাসতে
হাঁপানি রোগির মতোন বেজায় কাশতে কাশতে
আশা-নিরাশার জীবনকে ভালোবাসতে বাসতে।
Add Comment