সাময়িকী: শুক্র ও শনিবার
-রাতুল হরিৎ
কত রঙ-বেরঙ, বর্ণ-বিবর্ণের সঙ্গ পেরিয়ে
দিন শেষে একলা পথ চলা
একলা একলা মানুষ আরও আছে
তারও খোঁজ করি
কারণ একলা কি কেউ বাঁচে!
‘দুনিয়ার একলা মানুষ এক হও’
একলা মানুষ এক হলে
দুনিয়াজুড়ে ঝড় ওঠে
দুনিয়া দোলে ভালোবাসায়
ভালোবাসা যেখানে সপ্রাণ স্বতঃস্ফূর্ততায়
হিংসা-বিদ্বেষ সেখানে নিষ্প্রাণ হয়ে যায়।
কত স্বপ্ন, কর্ম অপূর্ণ থেকে গেল
আমি কেবল হারিয়ে যাচ্ছি অন্ধকারের বাঁকে।
জীবনের মানে বুঝতে না বুঝতেই হঠাৎ
না ফেরার দেশ আমায় ডাকে।
সেই দেশে যেতে চাই না কখনও
তবুও যাবো, যেতে হবে, সব মায়া রেখে
দশ দিগন্ত ঘুরে আমি এগুই
মূলত মৃত্যুর দিকে॥
Add Comment