সাময়িকী: শুক্র ও শনিবার
– রিপন রহমান
গন্তব্যের খোঁজে ছুটে চলা গন্তব্যহীন মানুষ আমি
গন্তব্যের আশায় বহু পথ পেরিয়ে, গন্তব্যহীন৷
একবিংশ শতাব্দীর অঙ্গীকারে আবদ্ধ স্বপ্নগুলো
আজও নির্জীব, রুগ্ন, মুমুর্ষ!
তবু স্বপ্ন পুরনের আশায়, গন্তব্যের খোঁজে, জীবনের প্রয়োজনে
ক্লান্ত আর বিষন্ন শরীর নিয়ে মগ্নতা
দুঃস্বপ্নের আড়ালে লুকিয়ে থাকা স্বপ্নের সাথে
আজ রাতে বসবাস৷
স্বপ্নবিলাসী জীবনে দুরন্ত মেঘের মত
একবুক ভালোবাসা নিয়ে
তুমিও হয়তো ক্লান্ত-বিষন্ন
আমার বিবর্নতায়৷
তবুও স্বপ্নগুলো স্বপ্ন দ্যাখে
দুঃস্বপ্নের শিকল ভেঙ্গে
স্বপ্নের প্রাসাদে হরতাল-অবরোধহীন
জীবন যাপনের৷৷
Add Comment