সাময়িকী : শুক্র ও শনিবার
– শাহীন কামাল
পার্ক দিয়ে হাটতে গিয়ে
পথিক খুঁজবে খাবার ঘর?
সেই অভাবে কর্তা ভাবে-
গাছগুলো সব সাবাড় কর।
মেদ কমাতে ঘাম ঝরাতে
কাটাতে কিছু ক্লান্ত কাল।
তীব্র রোদ করতো রোধ
আছে গাছের সবুজ ডাল।
পুরো শহর বিষের নহর
শ্বাস নেওয়াও বিষাদময়।
সবুজ ঘেরা এই উদ্যানটার
ধ্বংস করার কি স্বাদ হয়?
দুষিত এই তপ্ত নগরে
কাকে তখন দুষবেন?
গাছ কেটে সাবাড় করে
বৃদ্ধা আঙুল চুষবেন?
খাল খেয়ে নদী গিলে
বাকী আছে ক’টা গাছ।
সেসব কেটে লুটেপুটে
খুশি মনে তোরা বাঁচ!
অক্সিজেনের ছোট্ট জোনও
নষ্ট করার লোভে-
গাছের উপর কুঠার চালাস-
আছিস মরার ক্ষোভে?
খাবার কথা – পুরো অযথা
অযুহাতটা ঠুনকো হায়!
হোটেল আছে ভুড়ি ভুড়ি
সবুজ শহরের কোন কোনায়?
সবুজ ছাড়া এই শহরটায়
কেমন করে বাঁচবে?
সকল সুযোগ ধ্বংস করে
তখন কাকে যাচবে?
গাছ বাঁচলে বাঁচবে শহর
বসত হবে শান্ত নীড়ে।
নাইলে জীবন মরুর তাপে
অস্বস্তিতে থাকবে ঘিরে।
Add Comment