হ্যালোডেস্ক
৩১ আগস্ট ২০২২
শিল্পী যখন মঞ্চে গান করেন, শ্রোতারা শিল্পীর গান শুনে করতালি আবার কখনো চিৎকার করে উল্লাস প্রকাশ করেন। প্রশংসায় ভাসেন শিল্পী। এই প্রশংসার সমান দাবিদার পাশে থাকা সকল মিউজিশিয়ান। শিল্পীকে সবাই নামে চিনলেও মিউজিশিয়ানরা থেকে যায় অজানায়। তাতে তাদের দুঃখ নেই, হাসি মুখেই গানের সুরকে করে তোলেন মধুময়।
চপল আহামেদ দর্শক শ্রোতার কাছে তেমনই অচেনা এক নাম। তবে শিল্পী কিংবা গানের মানুষদের কাছে ভরসার মানুষ। দেশের বিভিন্ন মঞ্চে নিয়মিত গীটার হাতে দেখা যায় চপলকে। ষ্টেজের পাশাপাশি কাজ করছেন বিভিন্ন রেকর্ডিং ষ্টুডিওতে।
বাবা মা এবং এক বোন নিয়ে বাস করেন ঢাকার সাভার উপজেলায়। চপল জানান, করোনা পরবর্তি ধাক্কা সামলে উঠে দেশের মিউজিক ইন্ডাষ্ট্রি এখন অনেকটাই স্বাভাবিক। প্রতি সপ্তাহে অন্তত দুটি মঞ্চ করা হচ্ছে। চপল আহামেদ সঙ্গীতাঙ্গনের ও পুরো দেশের মঙ্গল কামনা করেন।
Add Comment