সাময়িকী : শুক্র ও শনিবার
১ সেপ্টেম্বর ২০২৩
―রুবেল সরকার
রক্তে বসা দোয়েল যদি একটা চুমু দিত
পাশ কাটানো নদী তোমার বঞ্চনা টের পেত
ঘুরতো যদি কামুক ফিঙে লাল জরায়ু ঘিরে
ময়ূর তবে কাক পুষতো কুরুক্ষেত্রে ফিরে
কেউ ভুলছে কেউ খুলছে গল্প তবু হাঁটে
একটা চিতা জ্বলছে খুব মনোদিয়ার ঘাটে
তবু বুঝি না মাতাল চোখ কোথায় গিয়ে থামে
শূন্য থেকে গড়ায় সিঁথি যেন তোমার নামে—-
‘আঁধার খুব আঁধার খুব’—-ব’লে দৌড়ায় চোখ
মায়াগর্ভে দুলতে থাকে ষোলোপ্রকার শোক
আমার হবে তোমার হবে কিংবা হবে তার
সূত্র থেকে পড়বে খুলে যত অলংকার…
রক্তে বসা দোয়েল যদি একটা চুমু দিত
পাশ কাটানো নদী আমার যন্ত্রণা টের পেত…
Add Comment