-ইকবাল রাশেদীন
যখন খুব হতাশা নেমে আসে
বিছানায় এসে চোখ বন্ধ করে
শুয়ে পড়ি
আর তখন আমার হাতে
চলে আসে একটি বন্দুক
এবং খুনির বেশে পরিবেশ
হয় মায়াময় অন্ধকারে দোনলা
বন্দুক রোমান্টিক আততায়ী
একটি দেয়াল টপকাতে হবে
শুধু কার্ণিশে চাঁদের আলোমেঘ খেলা
অলোক হাস্যরস আমার পিছনে
নিজের ছায়া নতজানু কালো বন্দুক
তাকে নিয়ে কবিতা লিখতে বলেছিল মেয়ে
— বাতাসে অরূপ দোলখাওয়া নারী গোলাপ
ঠা-ঠা বন্দুক কোলবালিশ
জড়িয়ে হাস্নাহেনার ফাঁদ
তুমি মেঘ ভালোবাস আমি বৃষ্টি ও কোমল
রোদ তুমি কোলাহল আমি
বসন্তপুরের স্তব্ধ কালোনিমজল
এ জীবন আমাদের, এই জীবন আমাদের
তবু যেন তা নয়!
Add Comment