সাময়িকী: শুক্র ও শনিবার
-নিশি নুর রজনী
বাংলাদেশে মাগো আমি থাকবো না তো আর!
নুসরাত আপু মারা গেলো পাইনি তার বিচার।
তনু আপুর কি দোষ ছিলো দিতে হলো প্রাণ?
নরপিচাশে বাংলাদেশ এখন হচ্ছে নির্বাণ।
সামিয়া ছিলো বন্ধু আমার খেলতাম একসাথে,
আন্টি বাসায় না থাকাতে কি হলো ওর সাথে?
ভয় পাচ্ছি মাগো আমি তোমার বুকে থেকে,
বাংলাদেশের নরপিশাচ যদি নেয় আমায় ডেকে!
কোথায় গেলে নিরাপদ মা সেখানে নিয়ে চলো,
ঘুম আসেনা এ চোখে মা হায়না বুঝি এলো।
পাশের বাসার আবরার ভাইয়া ভদ্র ছিলো বেশ,
মত প্রকাশেই প্রাণটা গেলো এটাই স্বাধীনদেশ?
কোন হত্যার বিচার হয় মা একটু আমায় বলো,
আবরার ভাইও পাবে না বিচার এই বুঝি ঢেকে গেলো।
একটির পর একটি ঘটনা পরছে ধামাচাপা,
সন্তান হারা মায়ের কষ্ট যাবে না তো আর মাপা।
আমাকেও যদি তোমার থেকে নেয় মা ওরা কেড়ে!
প্রশাসন বুঝি এমন করেই দোষীদের দেবে ছেড়ে?
রাজাকার দের তারিয়ে দিয়ে পেয়েছি স্বাধীনতা,
তবে কেন মা স্বাধীন দেশে হচ্ছে অরাজকতা?
Add Comment