তরঙ্গটুডে

চাকরি করলে সরকারি আর ব্যবসা করলে তরকারি!

হ্যালোডেস্ক

ঈদে নাগরিক টিভি আনছে চারটি নতুন ধারাবাহিক। তার মধ্যে অন্যতম হলো মীর সাব্বিরের লেখা নাটক।

পাশাপাশি তিনি এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন। নাটকের নাম ‘চাকরি করলে সরকারি, ব্যবসা করলে তরকারি’!

গল্পে দেখা যাবে, খুব ইচ্ছা থাকা সত্ত্বেও সরকারি চাকরি পায়নি সুজন। তার জীবন কর্মহীনভাবে কাটতে থাকে। একই গ্রামের চেয়ারম্যানের মেয়ে তানিকে সে খুব ভালোবাসে। বেকার হওয়ায় তানি তাকে পাত্তা দেয় না। সুজন জানে, সরকারি চাকরিতে নিরাপত্তা আছে। সেই নিরাপত্তা অন্য কোনও কাজে পাবে না। এদিকে তার সরকারি চাকরি করার বয়সও নাই। তাই সে সিদ্ধান্ত নেয়, তরকারির ব্যবসা করবে। কারণ তার কাছে মনে হয়, সরকারি চাকরি সবচেয়ে ভালো আর ব্যবসার মধ্যে তরকারির ব্যবসা ভালো।

ঈদের দিন থেকে সপ্তম দিন রাত ১০টা ১০ মিনিটে প্রচার হবে এ ধারাবাহিকটি। সোহাগ কাজীর পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, নুসরাত জাহান পাপিয়া, সোহেল খান, বিনয় ভদ্র, আমিন আজাদ প্রমুখ।

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930