ছাদে আচার শুকানোর অম্লমধুর
স্বাদমাখা গন্ধে মনে করাচ্ছো যখন
আমের বোল। রোদে জলে ভিজে যাওয়া সেইসব হাসিখুশির বৈশাখী আড্ডা। দুরন্ত দুপুর।
হালকা চালে, যদি লাজুকরাঙা ভাগ চেয়ে বসি!
সতর্ক হও এখনও। না হলে ছিনতাই হয়ে যেতে পারে তোমার যত্নে রাখা গানের খাতা! সঞ্চিত আলোর গল্প। চোখে যা ‘র লোভের সন্ন্যাস, তাকে তৃষ্ণার্ত ছায়ায় ডাকার আগে ভাগের চুক্তি সেরে নাও।
ঠোঁটের অভিমান প্রজাপতি হয়ে গেলে, পুড়ে যাওয়া ছাড়া তোমার করার কিছুই থাকবেনা!
কলকাতা থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Add Comment