সাময়িকী: শুক্র ও শনিবার
-খসরু পারভেজ
আমার সকাল চুরি হয়ে যায়
আমি দুপুরের কাছে রেখে যাই আমার কান্না
আমার দুপুর দুঃখের মত ঝুলতে থাকে সময়ের ডালে
আমার বিকাল চুরি হয়ে যায়
আমি সন্ধ্যার কাছে রেখে যাই আমার নিরব নালিশ
আমার সন্ধ্যা কষ্টের মত হাসতে থাকে গোধূলির পথে
আমার শুধুই রাত্রি থাকে
জীবন তোরঙ্গে তুলে রাখা ঘনকালো প্রিয় অন্ধকার
বিপন্ন নগরীর কোনো নৈশ প্রহরীর মত
আমি জেগে থাকি ঘরহীন-তুমিহীন।
অন্ধকারে তারার মত জেগে থাকে প্রিয়মুখ
আমি ছুঁতে চাইলেও ছুঁতে পারি না তাকে
আমার ঘুম চুরি হয়ে যায়
তোমার নতুন শাড়ির গন্ধের মত কোনো মোহ
আমাকে ঘুমহীন করে রাখে সারারাত।
আমার মন চুরি হয়ে গেছে সেই কবে
আমি চোরকে চিনতে পেরেও কিছু বলতে পারিনি
মনচোর তো লুকিয়ে থাকে বুকের ভেতর!
তোমার মোমবাতি চুরি হয়ে গেছে ?
যারা মোমবাতি চুরি করে নিয়ে যায়
তাদেরকে কিছুই বোলো না
মোমবাতি গলে গলে ওদেরকে আলো দিয়ে যাক।
Add Comment