হ্যালোডেস্ক: প্রতিদিনই ঝরানো হয় ভাতের মাড়। এই ভাতের মাড় কিন্তু রূপচর্চায় অনন্য। ফেলে না দিয়ে ত্বক ও চুলের যত্নে কাজে লাগাতে পারেন ভাতের মাড়।
• গোসলের পানিতে মাড় মিশিয়ে নিলে ত্বকের অস্বস্তিকর জ্বালা ভাব, চুলকানি ও র্যাকশ থেকে মুক্তি মিলবে।
• ব্রণ দূর করতে মাড় ঠাণ্ডা করে তুলা ভিজিয়ে ব্রণ আক্রান্ত অংশে লাগান। দিনে দুই থেকে তিনবার এভাবে লাগালে উপকার মিলবে।
• ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে ভাতের মাড় লাগান।
• ত্বকের বলিরেখা দূর করে মাড়।
• ভেজা চুলে ভাতের মাড় লাগিয়ে রাখুন ২০ মিনিট। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল দ্রুত বাড়বে।
• ভাতের মাড়ে পানি মিশিয়ে খানিকটা পাতলা করে নিন। শ্যাম্পু করার পর চুলে ভাতের মাড় দিয়ে মিনিট তিনেক রেখে ভালো করে ধুয়ে ফেলুন। চুলের আগা ফেটে যাওয়ার মতো সমস্যার মোকাবিলায় এই পদ্ধতি খুবই কার্যকর।
তথ্য: জি নিউজ
Add Comment