সাময়িকী : শুক্র ও শনিবার
-শিল্পী মাহমুদা
বহুতলার কার্ণিশ বেয়ে আমার একটুকরো স্বপ্নের বাস। চুঁইয়ে পড়ছে পড়ন্ত বিকেলের আলো;
এমন থমকে যাওয়া বিকেলে পাখিদের কিচিরমিচির গানের পসরা নিয়ে পাড়ায় পাড়ায়।কিছুক্ষণ পরেই নামবে অস্থিরতায় ভরা রাত।
বিবর্ণ রাত্রির জলসা-ঘর যেন আমার একটি ছোট্ট গল্প। যার প্রতিটি চরিত্রের বৈশিষ্ট্য একজনকে ঘিরে। আমার চেনা জগতের সেই অদেখা স্বপ্ন আর জীবনের কঠিন বাস্তবতার প্রতিচ্ছবির একটি গল্প
জীবন যে বড়ো নয় তো খুবই অল্প।
আমার বড়ো ইচ্ছে করে কাছে যায়, পাশে বসি, তৃষ্ণা মেটাই কিন্তু খামচে ধরেছে সময়ের শকুন
ছিঁড়ছে বুকের মধ্যে অবিরত,
বদ্ধঘরের জানালা দিয়ে ঢুকছে
কালো ধোঁয়ার কুয়াশা যতো।
কিন্তু মুখে যে গোপন অভিমান; তুচ্ছ আমার বাক্যালাপ, অহেতুক বিনিদ্র ইচ্ছেরা মুখ লুকায় সময়ের প্রলেপে। প্রতিটি ব্যথা যে একটি নতুন পাঠ দেয় এবং প্রতিটি পাঠ আমিনামক ব্যক্তিকে একটু একটু পরিবর্তন করে;
যেখানে নিত্য অজস্র ঝর্ণাধারা ঝরে।।
Add Comment