সাময়িকী: শুক্র ও শনিবার
-কাজী মোহিনী ইসলাম
বিদায় দিলাম চৈত্র তোমায় এবার তুমি যাও
চৈতি ক্ষরণ দুঃখ-গ্লানি, সঙ্গে তোমার নাও
যাও নিয়ে সব হিসেব নিকেশ শূন্য বাকির খাতা
অভিমানে ঝরে পড়া ধুলোয় ধুসর পাতা।
কুড়িয়ে নিও ঘৃণার কালো আজ বিদায়ের ক্ষণে-
জাগুক পাতা নতুন কুঁড়ি ধূসর বনে বনে
যাও নিয়ে এই মরন দুঃখ বিষণ্ণতার কাল
বন্দী দশায় আজ পৃথিবী লাগছে বেসামাল।
শূন্য চোখের উদাস আকাশ বুকের হাহাকার
চৈত্র তুমি যাও নিয়ে গো, সইছে না যে আর
আবার হবো একত্রিত মিলবো প্রাণে প্রাণে
ভরিয়ে দেবো নতুন সুরে, সুখের গানে গানে।
মনের কাছে মন দামি হোক, বাড়ুক প্রাণের প্রীতি
দাও মুছে দাও কষ্ট কথা, স্বপ্নভাঙা স্মৃতি;
ফুটুক গোলাপ সব হৃদয়ে জাগুক মূল্যবোধ
মনের আঁধার দূর করে দিক, বৈশাখী ওই রোদ।
Add Comment