সাময়িকী: শুক্র ও শনিবার
-আশেক ই খোদা
কবির কাব্যে আজ ছন্দ নেই,
নেই লেখার আগের সেই ঝাঁজ,
বাস্তবতায় ছেঁয়ে গেছে কবির জীবন,
তিনি ব্যস্ত তাই নিয়ে অন্য কাজ…
এই সমাজ, এই সঃসার,
কঠিন হয়ে যাচ্ছে দিন দিন,
এগিয়ে আসেনা কেউ আগের মত,
স্বেচ্ছায়, স্বার্থবিহীন…
সম্পর্কগুলোও আজ বেশ ডিজিটেলাইজড,
এই গড়ে তো আর এই ভাঙ্গে
তারপরেও আবার কারো কারো,
নতুন স্বপ্নে মন রাঙ্গে…
এসব দেখে কবি খুব হতাশ,
কলম ধরছেন না তাই লিখতে,
কবির মন তাই আজ ভরপুর,
ক্ষোভ, অভিমান আর রিক্তে…
Add Comment