ছড়া

ছাতিম বনে

সাময়িকী: শুক্র ও শনিবার

-মামুন সারওয়ার

ছাতিম বনে
একলা মনে
হালকা হাওয়ায় উদাস হয়ে ভাববো-
লিখব বসে সবুজ পাতার কাব্য।

সেই লেখাটা ছুঁয়ে ছুঁয়ে
তুলবে মিহিন সুর-
বনে বনে বাজবে তখন
আওয়াজ ঝুরুর ঝুর।

হলুদিয়া হলদে পাখি
করবে মধুর ডাকাডাকি
ছড়িয়ে দিবে কথা-
কাব্যলেখার আনন্দেতে
ভাঙবে নীরবতা।

দুলকি তালে অবুঝ পাতা
দেখবে চেয়ে লেখার খাতা
নড়ে নড়ে বলবে তখন
থাকো বনের কাছে-
নতুন যুগের এমন কবি
ছাতিম বনে আছে?

তোমার কথায় ছাতিম ফুলের
ভাসছে মাতাল গন্ধ-
যায় ছড়িয়ে সবখানে আজ
সুখের মহানন্দ।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930