সাময়িকী : শুক্র ও শনিবার
১১ ফেব্রুয়ারি ২০২২
-আসাদ জোবায়ের
একটি দীঘল ছুটি চাই-
মায়ের কাছে
নায়ের কাছে
গাঁয়ের কাছে
একটু বসে থাকতে চাই
মাটির তরে
মাটির ঘরে
মাটির ‘পরে
একটু মাথা রাখতে চাই।
বিলের পানায় ফুটছে ফুল
সে ফুল ছিঁড়ে কানের দুল
চাই বানাতে
ছুটছে বাছুর তার কি জোশ
ছুটতে ছুটতে তাকেও পোষ
চাই মানাতে।
রোদের তাপে কমছে জল
মাছভরা হয় ডোবার তল
ধরতে চাই
গাছের আগায় চড়তে চাই।
বিছিয়ে দিয়ে কলার পাত
কলার ঝোপে ভুলকো ভাত*
রাঁধতে চাই
ধোঁয়ায় ধোঁয়ায় কাঁদতে চাই।
একটি দীঘল ছুটি চাই
লাটাই থেকে মুক্ত হবার
নদীর জলে যুক্ত হবার
জন্য খানিক ছুটি চাই।
Add Comment