স্বাস্থ্যসৌন্দর্য

ছোট্ট শিশুর যত্নে

মডেল: ইল্লিঈন ওয়ালিআহ্ রুহামা

হ্যালোডেস্ক

শুষ্ক আবহাওয়া শিশুর  ত্বকের জন্য ও ক্ষতিকর! একটু অযত্ন হলেই শিশুর নানা ধরনের রোগ দেখা দিতে পারে। তাই এই মৌসুমে শিশুর ত্বকে চাই বিশেষ যত্ন। বিশেষ করে মায়েদের এই নিয়ে যেন চিন্তার শেষ নেই। জেনে নিন আপনার শিশুর ত্বকের যত্নে কিছু প্রয়োজনীয় পরামর্শ।

  • শিশুকে সারা বছরই উষ্ণ গরম পানিতে গোসল করান। ঠান্ডা-সর্দি এড়াতে গোসলের পর শুকনো তোয়ালে দিয়ে ভালো করে শিশুর শরীর মুছে দিন ।
  • শীতে শিশুর শরীর ভালো মানের ময়েশ্চারাইজার বা বডি লোশন দিয়ে মাসাজ করুন নিয়মিত। অলিভ অয়েল বা ভিটামিন ই সমৃদ্ধ অয়েল ব্যবহার করুন।
  • বাইরে বের করার সময় শিশুকে অবশ্যই সোয়েটার পড়িয়ে বের করবেন। বেশি ঠান্ডা বাতাস থাকলে কান টুপি পড়িয়ে দিন।
  • সকালের রোদে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। আর শীতের সকালে রোদ মিষ্টি থাকে, তাই শিশুর গায়ে রোদ লাগতে দিন।
  • ঘরে ঠান্ডা বেশি হলে বাচ্চাকে নরম কাপড়ের জুতো পরিয়ে দিন, পায়ে ঠান্ডা লাগবে না। রাতের বেলা মোজা পরিয়ে ও রাখতে পারেন।
  • বেশি ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে গেলে শিশুর নাকে নাসাল ড্রপ ব্যবহার করতে পারেন। এতে শিশু আরামে ঘুমাতে পারবে।

সুস্থ আর হাসিখুশি থাকুক আপনার শিশু সারাদিন! আপনার শিশুকে যত্নে রাখুন বছরের প্রতিটি মাসে। ভালো থাকুন।

 

আমাদের সাথে সংযুক্ত থাকতে লাইক বাটনে ক্লিক করুন।

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930