সাময়িকী: শুক্র ও শনিবার
-কামরুল হাসান
ছয় একে ছয়
উহানে কী ছড়ালো
মন্দ লোকে কয়।
ছয় দুগুণে বারো
প্লেন ভরে পালালো লোক
রোগ বাড়লো আরো।
ছয় তিনে আঠারো
গুজব তো নয় ভয়াল মরণ
ভয়ের কলটি নাড়ো।
ছয় চারে চব্বিশ
যাকে ছোঁয় সেই তো মরে
করোনা কী খবিশ!
ছয় পাঁচে ত্রিশ
নিজের হাতই শত্রু হলো
ঢালে গরল বিষ।
ছয় ছয়ে ছত্রিশ
খুদে শত্রু গলা বেয়ে নেমে
ফুসফুসকে চিরিস?
ছয় সাতে বিয়াল্লিশ
দেশে দেশে মারছে লোক
ভাইরাস নয় ইবলিশ।
ছয় আটে আটচল্লিশ
তবু তো ভাই বাঁচতে হবে
আতঙ্কের কান মলিস।
ছয় নয়ে চুয়ান্ন
ঘরে ঘরে বন্দী মানুষ
গরিবের নাই অন্ন।
ছয় দশে ষাট
কবে যাবে এই দুশমন
দূর বালাই ষাট!
Add Comment