সাময়িকী : শুক্র ও শনিবার
-দীপিতা চ্যাটার্জী
এ আকাশ জানে,
ভোরের আজান আর ওমের প্রতিধ্বনি
যার দিগন্ত অধরা অনেকটা মরীচিকার মতই
এ আকাশ জানে, ইচ্ছেডানার মুক্তির কথা।
আকাশ বিদীর্ণ করা বিদ্যুতের অপরূপ ঝলকানিতে
চাপ চাপ কালো মেঘের ক্যানভাসেও তৈরি হয়-
সাদা কালো শৈল্পিক চলচিত্র।
এ আকাশ জানে সেই কলাকুশলীদের গল্প।
এ আকাশ জানে ,
অমরত্বের কাহিনী, দিনের পর দিন যায় মাসের পর মাস, সাক্ষী রয়ে যায় এ অনন্ত মহাকাশ।
সাম্রাজ্যবাদের ধ্বজা , বোবা বিপ্লব, না বলা কথার ভীড় , দুকূলের গোপনীয়তা সর্বস্ব সমর্পিত
এ অনন্তের আবরণে।
এ আকাশ জানে গভীর রাতের উপাখ্যান,
পাশবিক নখর আঁচড়ে রক্তাক্ত যোনির মৃত্যুর ভাষা।
গতিহীন রাস্তার একাকিত্বের গল্প।
এ আকাশ তাই লিখেছিল
অপ্রিয় সত্য, বাস্তবতা আর হিংসার অংশীদারি উপন্যাস।
এ আকাশ জানে অবগুণ্ঠন- ঝাড়বাতির মতো।।
Add Comment