সাময়িকী: শুক্র ও শনিবার
– শিরিনা বিথী
এইতো আমি বেশ আছি।
দিন যায় রাত আসে
কেটে যায় রুটিনে বাঁধা ব্যস্তময় জীবন।
কখনো এতটুকু অবসর খুঁজি না
নিজেকে আবিষ্কারের আশায়।
এই আমি কেমন আমি?
যেভাবে যাচ্ছে দিন জীবনের নিয়মে
এটাই কি হবার কথা ছিল?
নাকি আমার ভেতরের আমি টাকে প্রতিনিয়ত
আবিষ্কারের নেশায় মত্ত থাকার কথা ছিল।
না, প্রশ্নবোধক কোন জিজ্ঞাসা নয়।
মন কখনো কখনো ভাবায়
কখনো কখনো কাঁদায়।
এই আমির গহনে কখনো ঘটে আলোর ঝলকানি
কখনোবা আঁধারের ঘনঘটা।
দেখা দেয় নতুন নতুন ভাবনা, আকাঙ্খা
আবার কখনোবা শঙ্কা।
কি হবার কথা ছিল
আর কি বা হচ্ছে?
এভাবে প্রশ্ন নয়
মনকে জিজ্ঞেস করতে করতেই আজ আমি ক্লান্ত।
কাওকে দোষ দিব সে সাহস আমার নেই
কাওকে যে ভীষণ বাহবা দিব
তেমন মানুষই বা কই?
শুধু এটুকু বুঝি
আমি, তুমি, আমরা সকলেই বড় একা।
Add Comment