সাময়িকী: শুক্র ও শনিবার
-আসাদ জোবায়ের
কালো কালো মেঘ
উড়ো উড়ো জল
টুপিনের চোখ
কাঁদে ছল ছল।
টুপিনের বই
পেন্সিল খাতা
খেলার পুতুল
এলোমেলো যা তা।
টুপিনের মন
চোখ মুখ হাতে
বেদনার ছাপ
দিন থেকে রাতে।
টুপিনের পরি
আসি আসি বলে
দিয়েছিল কথা
ভেসে গেল জলে।
বৃষ্টিতে ভিজে ভিজে আসে না পরি
মন ভাঙে টুপিনের বেদনা ভরি।
Add Comment