আজকের দেশ

ডেঙ্গুর ভয়াবহতা মোকাবেলায় নির্দেশনা

ছবি: ইন্টারনেট

হ্যালোডেস্ক:  রাজধানী ঢাকায় ক্রমবর্ধমান ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবেলার লক্ষ্যে ঢাকাস্থ প্রাইভেট হাসপাতাল/ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার সমূহের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের ‘ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা’ সংক্রান্ত জরুরী সভায় সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়েছে-

ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য টেস্ট সমূহের মূল্য নিম্নরূপ হবেঃ
ক) NS1- ৫০০/- (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিলো ১২০০ – ২০০০ টাকা
খ) IgM + IgE অথবা IgM/ IgE- ৫০০/- (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিলো ৮০০ – ১৬০০ টাকা
গ) CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০/- (সর্বোচ্চ) যার পূর্বমূল্য ছিলো ১০০০ টাকা পর্যন্ত।

১) মূল্য সমূহ অদ্য ২৮ জুলাই ২০১৯ খ্রিঃ হতে কার্যকর হবে।
২) সকল প্রাইভেট হাসপাতাল/ ডায়াঃ সেন্টার ডেঙ্গু রোগীদের জন্য ১ টি ‘ওয়ান স্টপ সেন্টার’ চালু করবে।
৩) সকল হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে।
৪) ডেঙ্গু রোগীর সংখ্যার অনুপাতে ডাক্তার, নার্স সহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ’র সভাপতিত্ত্বে স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে এই জরুরী সভাটি অনুষ্ঠিত হয়। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই মূল্য তালিকা কার্যকর থাকবে। কাউকে প্যানিকড না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। জ্বর হলেই নিশ্চিত হবার জন্য ডেঙ্গু রোগের পরীক্ষা করুন। সরকারি-বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান সমূহ সম্মিলিতভাবে ডেঙ্গুর ভয়াবহতা মোকাবেলা করতে সক্ষম হবে।

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031