হ্যালোডেস্ক:
রাজধানী সহ সারা দেশেই চলছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। সম্প্রতি চিত্রনায়ক আলমগীর আক্রান্ত হন ডেঙ্গু জ্বরে। তবে তিনি এখন শঙ্কামুক্ত আছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর ডেঙ্গু ধরা পড়ে। এরপর চিকিৎসকের পরামর্শে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।
চিত্রনায়ক আলমগীর বলেন, ‘আমি ঝুঁকির সময়টা পার করে ফেলেছি। শারিরিক অবস্থা এখন উন্নতির দিকে। ’তিনি আরও বলেন, ‘সোমবার (২৯ জুলাই) চিকিৎসকরা জানিয়েছেন আমি এখন স্টেডি বা শঙ্কামুক্ত। মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে।
আলমগীরের মেয়ে সংগীতশিল্পী আঁখি আলমগীর সাংবাদিকদের বলেন, আব্বু আগের তুলনায় বেশ খানিকটা ভালো। তাই চিকিৎকের পরামর্শে তাঁকে বাসায় আনা হয়েছে। তবে শরীর খুব দুর্বল। এই মুহূর্তে আব্বুর বিশ্রাম প্রয়োজন। আলমগীর তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
Add Comment