হ্যালোডেস্ক
ঈদের ছুটির আমেজ শুরু হয়ে গেছে। কোরবানীতে অনেকেই দীর্ঘ ছুটি কাটাতে ছুটছেন প্রিয়জনদের কাছে। কেউ কেউ লম্বা ছুটি কাটাতে নিয়েছেন প্রস্তুতি। বেশ কিছুদিনের জন্য ঘরে ঝুলবে তালা। ডেঙ্গুর আতঙ্কে সারাদেশ। এই সময়ে ঘরবাড়ি পরিষ্কার রেখে যাচ্ছেন তো? নাহলে কিন্তু ঢাকা ফিরেই পড়ে যেতে পারেন অসুখে!
ঢাকা ছাড়ার আগে কোন কোন বিষয়ে সতর্ক থাকা জরুরি।
• এখন হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে। এসময় বারান্দায় কোনও খোলা পাত্র বা টব রেখে যাবেন না। টবের নিচের প্লেটও সরিয়ে ফেলুন। এগুলোতে পানি জমে জন্ম হতে পারে প্রাণঘাতী এডিস মশার।
• বাথরুমের কমোড ঢেকে যান। বালতি, বদনা ও ড্রাম খালি করে উল্টো করে রেখে যাবেন। কমোডে কেরোসিন বা নারকেল তেল ঢেলে দিয়ে যেতে পারেন
• রান্নাঘরের কোনও পাত্রে যেন পানি জমা না থাকে।
• অ্যাকুয়ারিয়াম রাখবেন না ঘরে।
• ফ্রিজের পানি জমার জায়গায় ন্যাপথালিন রেখে যান।
• ঘরের আনাচেকানাচে ভালো করে পরিষ্কার করুন।
• স্যাভলন ছিটিয়ে মুছে নিন ঘরের মেঝে।
• ময়লা ফেলার পাত্রে যেন ময়লা জমে না থাকে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে যান পাত্র।
Add Comment