সাময়িকী: শুক্র ও শনিবার
-আশেক ই খোদা
তবুও ভোর হয়
আকাশ হাসে।
মানবিক মানুষ
দাঁড়ায় পাশে।
তবুও ভোর হয়
সূর্য উঠে।
মিষ্টি সুবাসে
ফুল ফুটে।
তবুও ভোর হয়
পাখি ডাকে।
রাতটা পড়ে রয়
কালের ফাঁকে।
তবুও ভোর হয়
ঘুম ভাঙ্গে।
নুতন স্বপ্নে
মন রাঙ্গে।
তবুও ভোর হয়
দূর হয় অন্ধকার।
জীবন পায় আলো
বন্ধ হাহাকার।
Add Comment