-তাহমিনা শিল্পী
কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদিত কবিতা
‘ও যে মানে না মানা,
আঁখি ফিরাইলে বলে- না না না…….’
অতঃপর তোমার গান-কবিতারা ঘরে এলে,
আমার মন ভালো হয়ে যায়।
আমি সর্বাত্মক সুন্দর হয়ে উঠি মন ও মননে…..
আমারই চেতনার রঙে সুন্দর হয় চারপাশ,
সুন্দর হয় সবই।
আমার প্রেম ভালোবাসা,রাগ-অনুরাগ,
সকল যেন প্রকাশিত হয়েছে তোমার সৃষ্টিতে।
তাইতো তোমাতেই নিজেকে হারাই,
আবার ফিরে পাই বারবার।
তোমার লেখনির প্রতিচিত্র লুকিয়ে থাকে-
আমার অনুভূতির ভাঁজে ভাঁজে।
আমার সবপ্রেম এসে মিলে গেছে-
তোমার দু’খানি নয়নে।
তোমাকেই তাই রেখেছি যতনে,
হৃদয়ের গহীন গোপন ঘরে।
আজি বাইশে শ্রাবণের প্রয়াণ দিনে,
শ্রদ্ধাবনত অঞ্জলি লহ হে গুরুঠাকুর।
বিনিময়ে একটা ক্যামেলিয়া আমায় দিও….
Add Comment