সাময়িকী: শুক্র ও শনিবার
-সালেহ্ রনক
তুমি ডাক পাঠালেই
বুকের মধ্যে হুলুস্থুল
ধুকপুকানি
হৃৎপিণ্ডটা বেয়ারা
ছুটতে ছুটতে এক পাটি জুতো কোথায় খসে যায়!
বান্ধবী নীরার সাথে দেখা
দুটো কথা জিজ্ঞেস করি, এমন সময় নেই।
কি ভাবলো কে জানে ?
এ কথা ভাবতে ভাবতে হাঁটছি দ্রুত পায়ে।
তোমার হাড় বজ্জাত বড় ভাই
পথ আগলে দাঁড়িয়ে, আজ আমার সময় নেই বাহাসের
সেও বুঝে গ্যাছে।এই সব নানাবিধ ছল ছুঁতো পেছনে ফেলে
ছুটছি তো ছুটছি।
এমনিতে এ পথ নিঝঝুম, তবু আজ তুমি ডাক পাঠিয়েছ
রিকশাঅলাও পরীক্ষা নিচ্ছে
ভালোবাসি কিনা !
ডাক পাঠিয়েছ তুমি লাজুক স্বভাবা মেয়ে,
পথ বড় দীর্ঘ,প্রপঞ্চময়
তোমার হয়ে আমাকে ধাওয়ায়।
আমি আসতেই থাকি আসতেই থাকি,
তারপর তুমি অন্য পথে চলে যাও।
Add Comment