-বিপ্লব রেজা
তোমায় ডেকেছিলেম একদিন-
এই বাংলায়: আমার দেশে
নদী নক্ষত্রের তলে। সারাদিন
ঘুরবো বলে ডিঙ্গি নৌকাটি শেষে
বেঁধেছিলেম দিঘির ঘাটে।
তুমি আসবে ভেবে বুনো-গাবফল
পাঁকা বেতলের ডাল-
ছিড়ে রেখে ছিলেম গোলয়ের ভিতর
কলা কচিপাতায় মুড়ে।
তুমি আসবে ভেবে চড়ুইয়ের ছানা ধরে
এক, বেঁধে ছিলেম আমড়ার ডালে
আশ্বিনের সকালে।
তুমি আসবে ভেবে রক্তজবা
দিয়ে বেঁধে ছিলাম খোঁপা,
আর হাতে নিয়ে শাপলার মালা
দাঁড়িয়ে ছিলেম কতদিন
দ্বি-প্রহর অব্দি
কুমারের পাড়ে একা একা-
তুমি তার কিছু জানো নাকো।
Add Comment