সাময়িকী: শুক্র ও শনিবার
-পথিক রানা
এখনও শব্দে নিঃশব্দে দুঃখরা হৃদয়ের সিঁদ কাটে শীতের উলঙ্গ বাতাসে,
চুরি হয়ে যায় হৃদ খামে ভরা অশ্রুর চিঠি,
হায়! কেউ তো বোঝেনা হৃদয়ের মাগধী;
শুধু নিকোটিন পোড়া ওমে মন উশখুশ করছে কবিতার আকাশে।
অথচ ফুটপাতে হেঁটে যাচ্ছে কতশত নিঃসঙ্গ গোলাপি আগুন,
এমন করেই আমার আশার ঘরে হতাশার ডাকাতি চিরকাল ধরে,
তাইতো যেকোন নারীতে চোখ পোড়ালেই তুমি কবি,
সে রুপের কার্তুজে বিদ্ধ হয়ে তুমি হৃদয়ে আঁকছো ফাগুন।
শুধু আবেগের ফাঁসিতে ঝুলতে থাকা তুমি এক জীবন প্রত্যাশী স্বপ্নের দর্শক,
যদিও ফের দেখা পাবেনা সে অম্বিকার;
তবে কার স্বপ্নের চোরাবালিতে তুমি লিখতে চেয়েছো সঙ্গমের মহারথ?
জেনে রাখো, ইচ্ছের মহাপ্রয়াণ শেষে তুমি আর ইতিহাস হবেনা,
তবুও বিষাদের ঢেউ তুলে কাঁদবে কোন নির্জন ক্রন্দসী,
মেদিনীর নেশায় লম্পট সুখে তুমি বারবার খুন হয়ে যাবে,
প্রেমের চিহ্ন রবেনা।
Add Comment