সাময়িকী : শুক্র ও শনিবার
২৯ অক্টোবর ২০২১
-স্বপনা রেজা
লম্বা অফিস করিডোর। মৃদু আলোয় ট্রাফিক পুলিশের মতন হাত নাড়িয়ে ছুটে আসছেন আব্বাস সাহেব। কন্ঠ জুড়ে অস্থিরতা,
সরুন! সরুন! সরে যান! সরে যান!
আব্বাস সাহেবের কথায় শর্মি চমকে ওঠে। মনে হয় মাথা কিংবা শরীরের উপর কিছু একটা এক্ষুনি পড়ে যাবে। দেয়ালের সাথে শরীর মিশিয়ে দাঁড়ায়। একবার মালবাহী ট্রাক থেকে কাঠের টুকরো শর্মির মাথায় পড়েছিল। স্মৃতিটা এখনও দগদগে।
করিডোর ক্লিয়ার। লিফট থেকে নেমে করিডোর দিয়ে হেঁটে গেলেন সরাফাত সাহেব। প্রতিষ্ঠানের মালিক। পিছু পিছু ছুটছে আব্বাস সাহেব।
আশেপাশে আর কাউকে দেখতে পায় না শর্মি। আব্বাস সাহেবের কাছাকাছি গিয়ে পৌঁছে। নিচু স্বরে জানতে চায়, মাল কই?
নিচু স্বরে আব্বাস সাহেব বলে, গেলো তো! টের পাননি?
Add Comment