সাময়িকী : শুক্র ও শনিবার
-শফিকুল বারী শিপন শাহরিয়ার
আমি মরে যেতে যেতে বেচেঁ উঠেছিলাম সে বেলায়; কোন নতুন গল্প শোনার নেশায়!!
আমি বাঁচতে চেয়েছিলাম ভীষন মৃত্যর মুখোমুখি হয়ে; নতুন কোন গল্প শোনার আশায়!!
আমি আজ মরেও বেচেঁ আছি শুধু নতুন কোন গল্প শোনার জন্য!!
আমি এভাবে ক্ষয়ে ক্ষয়ে, ভেঙ্গে ভেঙ্গে বেচেঁ আছিতো- কোন নতুন
গল্প শোনার আকুলতায়!!
যে গল্প রচিঁবে তুমি, যে গল্প শোনাবে
তোমরা!! যে গল্প দিন বদলের, বদলে
যাবার, বদলে দেবার গল্প!! সময় ও সভ্যতার ঘুনেধরা, সেকেলে,নষ্ট নিয়মের হাড়ি-পাতিল গুলো ভেঙ্গে চুরে দিয়ে কোন নতুন নিয়মের গল্প!!
আমি, এবং আমরা বেচেঁ থাকব ততদিন; মরা, জরা, গলা, পচাঁ হয়ে!!
তোমাদের হাতে পাল্টে যাওয়া সেই
সূর্যস্নাত রৌদ্দোজ্জল নতুন কোন ভোরের, অন্যরকম কোন কবিতার
পঙক্তিমালা পড়ে যেতে, আর গদ্যের
কিছু কুশিলবের ভীন্ন রকম সংলাপ
শ্রুত হতে!!
Add Comment