-ইনসিয়া খান
আমি ঠিক যেমনটা চাইতাম
তুমি এখন তেমনটাই হও
শুধু তাই নয় তোমার চারপাশে
যেসব শকুনেরা ঘোরে- ফেরে
তুমি তাদের থেকে ঢের বেশি
উপরে; সত্যের ও অনেক উপরে
নারী নামক রেহেলে পবিত্রতার
ঘ্রাণ সন্ধানে ব্রহ্মচারী হয়েছিলে
তুমি অথবা তোমার কবিতার নায়কেরা
সেসব বহুদিন, সম্প্রতি তুমি
বলেছ নারী নিছক…
সে যাইহোক, নারী মানেই
যারা কামনার গন্ধ খুঁজে পায়;
তাদের কাছে সম্পর্কের অর্থ
মৃত শুক্রাণুর জন্য অশ্রু বিসর্জন মাত্র
তুমি একদিন এমনটাই ভাবতে;
আজকের বিখ্যাত কবি
ম্যাগাজিন পত্র-পত্রিকায়
এমন কি তোমার বিখ্যাত উপন্যাসের
পাতায় উৎসর্গ আর কৃতজ্ঞতার
ছড়াছড়ি সুধী মহলের জন্য;
নারী আজও সে তোমার হলো না,
খুলে দিলো না কোন অবারিত
সৌন্দর্যের দ্বীপ, তোমার অদেখা রইলো
নারী এবং এক পৃথিবী…
Add Comment