সাময়িকী: শুক্র ও শনিবার
-এম. আরিফ হাসান
নারী মানে কি?
নারী মানে আমার গর্ভধারিনী মা।
যার রক্তশ্রুতের মধ্যে এই ধরনীতে আসা।
নারী মানে কি?
নারী মানে আমার প্রিয় বোন।
কৈশোর ও শৈশবের সবচেয়ে প্রিয়জন।
নারী মানে কি?
নারী মানে আমার প্রেয়সী স্ত্রী।
ভালোবাসার বন্ধনে আগলে রাখে যে।
নারী মানে কি?
নারী মানে আমার কলিজা, প্রিয় সন্তান।
আগামীর দিনের বিশ্ব ও ভবিষ্যৎ।
তাহলে কাকে অবজ্ঞা করছ তোমরা! করছ অবমূল্যায়ন?
ধর্ষন! সেতো পরের কথা,
আগে শেখ নারীর উদরে জন্মের মূল্যায়ন।
নিজের সামান্য লালসা পূর্ন করতে কেন লাঞ্চিত করছো পুরুষ সমাজ কে?
পরিবার ও দেশকে কেন করছো ঘৃনিত, অপমানিত?
কি সমস্যা তোমার! বিবেকবোধ হারিয়েছ?
তুমি না মানুষ, আশরাফুল মাখলুকাত। ভুলে গেছ সব?
তুমি সেরা সৃষ্টি স্বয়ং স্রস্টার।
সংযত হও, ছেড়ে দাও বাজে কাজ।
পরিত্যাগ করো খারাপ সংগ।
তাঁকাও দেশ ও পরিবারের দিকে।
বৈধ জীবনের সূখ অনুভব করো।
দেখবে সুন্দর জীবন তোমার জন্য অপেক্ষা করছে।
পুরুষদের শ্রদ্ধা , সন্মান আর ভালোবাসায় নারীরা পাক মুক্তি।
এই হোক ব্রত মোদের, জেগে উঠুক ভাল শক্তি।
Add Comment