সাময়িকী: শুক্র ও শনিবার
-লিনা রহমান
নিশ্চুপ আকাশে,নিথর রাত্রিতে যদি মেলি আঁখি,
ধ্রুবতারা নেই কোন,নেই পূর্ণিমারচাঁদ জোনাকি।
আকাশ আজিকে বিছায়নি নীলিমা চাঁদোয়ায়,
মেঘের পালতোলা নাও ভাসেনা পূবের হাওয়ায়।
গাছের পাতাদের ছন্দে পতন লজ্জায় অবনত,
হাওয়ার দোলায় দোলে না’কো উতলা পল্লব শত।
সব থেমে আছে কালের আবহে কিছু প্রাপ্তিতে,
মহান আল্লাহর রহমতের বর্ষণসিক্ত প্রতি মুহূর্তে।
আসমান মুখী অন্তর লোভী সমস্ত প্রাণীকূল চাহে,
মাফ করে দিও মালিক আছে যত মোর গুনাহে।
এমনি মাস আসেনা’ক সহসায় মোদের জীবনে,
এগারো মাসের পরে রমজান আসে সুযোগ দানে।
ওগো মওলা দাও যে অপরিসীম রিজিক বরকত,
তোমার করুণায় তোমার দয়ায় ক্ষমা করো তত।
তোমারি ওয়াদা বেহেস্তের সওগাত এনেছো দ্বারে,
বান্দা চাও ক্ষমা প্রার্থনা একবার,শত কোটি বারে।
জান্নাতের সুঘ্রাণ মিলবে রোজাদারের মুখে মুখে,
একে অন্যের আত্নিয়তার বন্ধন গড়ি মনের সুখে।
আল্লাহ্র প্রিয়ভাজন হবে মাখলুকাতে সেই জনে,
গরীব,দুখী ভালোবেসে ঠাঁই লও সবে দোজাহানে।
Add Comment