সাইফ চন্দনের পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে রাজধানীসহ দেশের ৩৭টি প্রেক্ষাগৃহে।
পুরান ঢাকার ফরাশগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনায় গড়ে উঠেছে চলচ্চিত্রটির কাহিনী। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। চলচ্চিত্রটিতে তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী সোহানা সাবাকে।
এদিকে ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’ এখনও চলছে প্রেক্ষাগৃহে। টানা চার সপ্তাহ রাজধানীর মধুমিতা হলে ‘পাসওয়ার্ড’ চলার পর মুক্তি পেয়েছে ‘আব্বাস’। টিজার ট্রেলারে প্রশংসিত চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারে বলে মনে করছেন মধুমিতা সিনেমা হলের মালিক ও প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ।
তিনি বলেন, “পাসওয়ার্ড টানা চার সপ্তাহ চলেছে। কিন্তু এরপর? ‘আব্বাস’ চলচ্চিত্রটি টিজার ট্রেলারে প্রশংসিত হয়েছে বলে আমরা সিনেমা হলে তুলেছি ছবিটি। বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ থাকা স্বত্ত্বেও ভালোই দর্শক এসেছে ছবিটি দেখতে। খেলা না থাকলে হয়ত হাউজফুল যেত। ছবিটির ব্যাপারে অতো আশা ছিল না, কিন্তু আজ যে সাড়া পেয়েছি তাতে আশাবাদী হতেই পারি।”
তিনি আরও বলেন, “দেশে সিনেমা নেই। যেসব হলে নতুন ছবি নেই সেসব হলে এখনও ‘পাসওয়ার্ড’ চলছে। অভিসার সিনেমা হল শাকিব খানের পুরনো ছবি ‘ক্যাপ্টেন খান’ চালিয়েছে। যত দূর জানি ভালো চলেনি। সিনেমা না থাকলে আমরা আবারও হুমকির মুখে পড়ব।”
এদিকে এক ভিডিও বার্তায় চলচ্চিত্রটিকে স্বাগত জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খানও। তিনি বলেন, “ছবির পরিচালক সাইফ চন্দন এবং নায়ক নিরব দুজনেই আমার স্নেহের ছোট ভাই। ওদের জন্য আমার শুভকামনা থাকল। ছবিটি যেন খুব ভালো ব্যবসা করে। ট্রেলার ও গান দেখেছি। আমার বিশ্বাস ছবিটিও সবার কাছে ভালো লাগবে। আব্বাসের সফলতা কামনা করছি।”
যেসব হলে মুক্তি পেয়েছে ‘আব্বাস’:
ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, মধুমিতা, বলাকা, রাজমনি, সেনা, শাহীন, পুনম, এশিয়া, গীত, মুক্তি, পূরবী, রানীমহল (ডেমরা), চম্পাকলি (টঙ্গী), বর্ষা (জয়দেব পুর), নিউগুলশান (জিনজিরা), গুলশান (নারায়নগঞ্জ), দর্শন (ভৈরব), শাপলা (রংপুর), মানষী (কিশোরগঞ্জ), মাধবী (মধুপর), রজনীগন্ধা (পাবনা চালা), রূপকথা (শেরপুর), আলমাস (চট্টগ্রাম), অভিরুচি (বরিশাল), পূরবী (ময়মনসিং), রাজিয়া (নাগরপুর), মালঞ্চ (টাঙ্গাইল), শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা), বনলতা (ফরিদপুর), রাজ (কুলিয়ার চর), বিজিপি (শিলেট), হ্যাপী (লক্ষীপুর), মুন (হোমনা), মেহেরপুর টকিজ (মেহেরপুর), মোহন (হবিগঞ্জ) চলবে ছবিটি।
Add Comment