সাময়িকী : শুক্র ও শনিবার
-শিরিন ফেরদাউস
মন ঘরে শীতল পাটিতে পড়ে থাকুক আজন্মকালের হাহাকার।
নীল চশমার আবছা আলোর দরজায় ঘুমিয়ে থাকুক বাদামী চোখজোড়া।
উদ্ভ্রান্তের মতো কেউ একজন খুঁজতে খুঁজতে আবিষ্কার করুক আমার ভেতরের কুয়াশাঘর।
আমি ক্লান্তিবিনোদনে চিবুকে এঁকে দেব ধবল রংয়ের কাঠগোলাপ।
শব্দের নিরব ছন্দে বেজে উঠবে রাস উৎসব
নির্জন ব্যাকুল উৎকণ্ঠা ধ্বনিত হবে প্রতিশ্রুতিপত্রে
নেশাপ্রবণ হরিনী চোখ জোড়ায় নেমে যাবে সন্ধ্যা।
অতঃপর নিশিপদ্মের বুকে বিদ্ধ হবে ধনুকের তীর।
থেমে যাবে কোলাহল অথবা হয়ে যাবে স্থির।
Add Comment