সাময়িকী : শুক্র ও শনিবার
০১ জুলাই ২০২২
-শাহীন কামাল
পদ্মার বুকে সেতু ছিল
অনেক দূরের কল্পনা
এখন এটা বাস্তবতা
মিছে কোন গল্প না।
জলের বুকে আঁধার কেঁটে
হাতছানি দেন সম্ভাবনা।
তারাই এখন ঠকে গেছে
বলেছে যারা সম্ভব না।
এটা ছিলো দুঃসাধ্য এক
অনেক বড়, অল্প না
চোখের সামনে সেতু এখন
পদ্মায় শৈল্পিক আল্পনা।
আজকে থেকেই থেমে গেছে
সকল রকম জল্পনা
পদ্মা সেতুর হেতু বিশাল
অনেক বড়, স্বল্প না।
Add Comment