সাময়িকী : শুক্র ও শনিবার
০৯ ডিসেম্বর ২০২১
-হালিম নজরুল
চাল-চুলো-কল নেই
ঘটী-জগ-জল নেই
গায়ে বেশি বল নেই
হকি – ফুটবল নেই
শপিংয়ের মল নেই
মমতার আঁচল নেই
পরীক্ষা- ফল নেই
পা’র নীচে তল নেই
চিন্তার চল নেই
অভিনয়-ছল নেই
তার তরে সমাজের
কোন কলরোল নেই।
নামে পরিমল আছে
যাতনা অতল আছে
বিপদের ঢল আছে
ভাঙাকুলা ডল আছে
চোখে নোনাজল আছে
‘দুখ’ অবিরল আছে
ঘাতকের নল আছে
শেষ হরিবোল আছে
তার তরে সমাজের
অবহেলা ট্রল আছে।
Add Comment