সাময়িকী : শুক্র ও শনিবার
-রতন মাহমুদ
১৬ জুলাই ২০২১
সুরভরা সকালের তুষার শীতল হিমঘাসে
নগ্নপায়ে দাঁড়াবার উপবন খুঁজি মাঘ মাসে
উত্তর পবন ভরি রুগণ বিরুদ্ধ ফুসফুসে
বুক ওঠা-নামা করে বায়ব্যাস্ত্র ধরি নিষ্ঠা শুষে।
কিছু ফুল রাতে ফোটে, সকালের রোদে ম্রিয়মাণ
প্রভাতের বায়ুতুল্য জীবনের খাদ্য দৃশ্যমান
আলোয় যেমন চোখ যোগসূত্র খোঁজে রাষ্ট্ররূপ
শিশির মাখা ঘাসের ছন্দময় নাম রসস্তূপ।
যে পাখি কখনো ঘাসে নামে না আমি সে বন্যটিয়া
কাকাতুয়া কোকিলের অত্যন্ত গোঁয়ার অস্তি-হিয়া
শাখা থেকে অন্য শাখা পুরাতন ছাঁচ চোখে রাখি
নাচানাচি দেখি তবু মাটিতে দেখি না পূর্ণ আঁখি।
পাখির অসুখ হলে ঘাসের শিশির ঘিচিঘিচি
পায়ের পাতা ভেজায় কী আমার মতো মিছামিছি
ঘাসের অভাবে তারা থাকে ডালে ডালে চিরকাল
আমাদের প্রয়োজন শিশির শীতল সুসকাল।
Add Comment