সাময়িকী : শুক্র ও শনিবার
০১ জুলাই ২০২২
-রহীম শাহ
উড়ছি আকাশে, বাতাসে বাতাসে আমি এক ছোটো পাখি
উড়তে উড়তে বাংলাদেশের সঙ্গে বেঁধেছি রাখী।
আমি যাই উড়ে এদিকে সেদিকে সবকিছু ছোটে পিছে
আমি তো এসেছি অসীম আকাশে আর সবকিছু নিচে।
কত পাখি নাচে গাছে গাছে আর কত প্রাণী ছোটে মাঠে
মানুষেরা শুধু ব্যস্ত সময় কাটায় প্রকৃতিপাঠে।
কেউ ছোটে মাঠে ফসলের খোঁজে, কেউ ছোটে কারখানায়
সবার চোখেই নতুন নতুন স্বপ্নের দিন শানায়।
সবুজ পাহাড়ে নীলগাইগুলো খায় একা একা পাতা
শঙ্খচূড়ের নড়াচড়া দেখে বেজি তোলে তার মাথা
দূরে পুবাকাশে পশ্চিমা রোদে ঝিকিমিকি রংধনু
দূর দক্ষিণে এলিয়ে রেখেছে সাগরের নীল তনু।
বাংলাদেশের বুক চিরে ছোটে কত শত ছোটো নদী
নৌকোর দাঁড়ে আঁকা হয়ে যায় ঢেউছবি নিরবধি।
হাতুড়ি-শাবল নিয়ে ছুটে যায় কিছু লোক পদ্মায়
পদ্মার পাড়ে ঢেউগুলো যেন আনন্দে উছলায়।
পরদিন দেখি পদ্মার উপর দাঁড়িয়ে পড়েছে সেতু
যেন উড়ে গেছে এপার ওপার বাংলার ধূমকেতু।
ছুটে যায় গাড়ি, ছুটে যায় ট্রেন ছোটে মানুষের ঝাঁক
পদ্মানদীর সেতুটা আমার দুই চোখে আঁকা থাক।
Add Comment